প্রথম পাতা খবর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে দাউদ ইব্রাহিম, বিষ খাওয়ানোর জল্পনা

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে দাউদ ইব্রাহিম, বিষ খাওয়ানোর জল্পনা

395 views
A+A-
Reset

ইসলামাবাদ: ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিমকে ভর্তি করা হয়েছে করাচির এক হাসপাতালে। পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, দু’দিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে তাঁকে।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলিতে দাবি, করাচির হাসপাতালে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে দাউদকে। হাসপাতালের যে তলে তাঁকে রাখা হয়েছে, সেখানে দাউদ ছাড়া আর কোনও রোগী নেই বলে জানা গিয়েছে। ওই তলে, শুধুমাত্র হাসপাতালের শীর্ষস্থানীয় কর্তা এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের প্রবেশাধিকার রয়েছে। বাকি কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, দাউদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে মুম্বই পুলিশও। তাঁরা দাউদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য, ৬৫ বছরের দাউদ হঠাৎ কেন অসুস্থ হয়ে পড়লেন, তাঁর বয়সজনিত শারীরিক সমস্যা দেখা দিয়েছে কি না, সমাজমাধ্যমে তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে বিষ দেওয়ার জল্পনাও ছড়িয়েছে। তবে, বিষ প্রয়োগের খবর নিশ্চিত করা যায়নি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.