কলকাতা: জাঁকিয়ে শীতের আমেজ গোটা রাজ্যে। মেঘমুক্ত আকাশ। ভোরের দিকে হালকা থেকে ঘন কুয়াশা। নতুন সপ্তাহে এমনই আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের হাওয়ার দাপটে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
পশ্চিমের জেলাগুলির পাশাপাশি শীতে কাঁপছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাও। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও বীরভূমের পাশাপাশি ঝাড়গ্রামে শীত জাঁকিয়ে পড়েছে শীত। সোমবারেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মঙ্গল-বুধবার তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও ১০ ডিগ্রির আশে-পাশে ঘোরা ফেরা করছে পারদ।
উত্তরবঙ্গেও জমাটি শীতের ইনিংস শুরু হয়েছে। এবার তার আরও দাপুটি হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটলে, দার্জিলিং ও সিকিমের উঁচু এলাকাগুলিতে মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
সবমিলিয়ে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই ।