পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পরদিন, বুধবার জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নতুন করে সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে। দক্ষিণ কাশ্মীরের কুলগামের টাঙ্গিমার্গ এলাকায় এই সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে, জনপ্রিয় পর্যটনস্থল আবরবাল জলপ্রপাতের কাছেই এই এলাকা। পুঞ্চ জেলার সীমান্তঘেঁষা এই জায়গায় তল্লাশি অভিযানের সময় গুলির শব্দ শোনা যায়।
এর আগে, দিনটির শুরুতেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পহেলগাঁওয়ের হামলা নিয়ে কড়া বার্তা দেন। তিনি বলেন, “পহেলগাঁওয়ে যারা এই কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে, তারা খুব শিগগিরই এর জবাব পাবে। ভারতকে কেউ ভয় দেখাতে পারবে না।”
তিনি আরও বলেন, “যারা হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করাই শুধু নয়, যারা পর্দার আড়ালে বসে এই ষড়যন্ত্র করেছে, তাদেরও ধরবে ভারত।”
আরও পড়ুন: পহেলগাঁও হামলার কড়া জবাব আসছে শীঘ্রই, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের হুঁশিয়ারি