শিলিগুড়িতে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার, গায়ে কালসিটে দাগ, খুন না কি আত্মহত্যা?

শিলিগুড়ির মিলনপল্লির একটি বহুতল থেকে উদ্ধার হল ২৫ বছরের এক নার্সের ঝুলন্ত দেহ। মৃত নার্সের নাম অর্চনা থাপা। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে শৌচাগার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অর্চনা দার্জিলিঙের বাসিন্দা এবং শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসাবে কর্মরত ছিলেন। তাঁর পরিবারের সদস্যরা দার্জিলিং থেকে আসছেন।

ঘটনাস্থল ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, শুক্রবার সন্ধ্যার পর বহুতল থেকে নার্সদের দৌড়ে বেরিয়ে যেতে দেখা যায়। এর পর একদল যুবক সেখানে আসে এবং বেসরকারি হাসপাতালের অ্যাম্বুল‍্যান্স দেহ নিতে আসে। পুলিশের উপস্থিতি ছাড়াই দেহ সরানোর চেষ্টার প্রতিবাদ জানিয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখান।

বহুতলটির বিরুদ্ধে বহুদিন ধরেই নানা অভিযোগ ছিল, গভীর রাতে অচেনা মানুষের যাতায়াত, সিসিটিভির অভাব, এবং অনিয়মের অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল এলাকাবাসীর মধ্যে। কাউন্সিলর জয়ন্ত সাহা ও এলাকাবাসীর হস্তক্ষেপে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। নার্সের শরীরে কালসিটের দাগ পাওয়ায় মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

কাউন্সিলর আরো বলেছেন, “এলাকার মানুষ প্রতিরোধ না করলে হয়তো দেহ সরিয়ে নেওয়া হত। পুলিশের উপস্থিতিতে তদন্ত হওয়া জরুরি ছিল। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।”

এলাকার মানুষ অর্চনার মৃত্যুর যথাযথ তদন্তের দাবি জানিয়ে ঘটনাটি খুন না কি আত্মহত্যা, সে বিষয়ে রহস্য উদঘাটনের দাবি করেছেন।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে