Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ঝাড়খণ্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে তিনজন নিহত, আহত বেশ কয়েকজন - NewsOnly24

ঝাড়খণ্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে তিনজন নিহত, আহত বেশ কয়েকজন

এবার রেল দুর্ঘটনা ঝাড়খণ্ডে। মঙ্গলবার ভোরে সাহিবগঞ্জ জেলার বারহাইটে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে আরেকটি মালগাড়ি। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু ও অন্তত চার জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বারহাইট স্টেশনে একটি খালি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। ভোর ৪টা নাগাদ ফরাক্কা থেকে লালমাটিয়ার দিকে যাওয়া একটি কয়লাবোঝাই মালগাড়ি সেটিকে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে দু’টি ইঞ্জিন দুমড়েমুচড়ে যায় এবং সেগুলি লাইন থেকে ছিটকে পড়ে। পরক্ষণেই ভাঙা অংশগুলোতে আগুন ধরে যায়।

দুর্ঘটনায় দু’টি মালগাড়ির চালকই প্রাণ হারিয়েছেন। একটি দেহ উদ্ধার করা গেলেও, অন্যটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় বেশ কয়েকজন রেলকর্মী এবং সিআইএসএফ জওয়ান আহত হয়েছেন। ইতিমধ্যেই রেলের পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনার ফলে সংশ্লিষ্ট লাইনে বড় ধরনের ক্ষতি হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, আপাতত ২-৩ দিন ওই লাইনে কোনও মালবাহী ট্রেন চলাচল করবে না।

উল্লেখ্য, মাত্র দুই দিন আগেই, রবিবার, ওড়িশার কটকে লাইনচ্যুত হয় কামাখ্যা এক্সপ্রেস। বেঙ্গালুরু থেকে কামাখ্যা যাওয়ার পথে কটকের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে এক জনের মৃত্যু ও অন্তত সাত জন আহত হন। এর আগে, ২০২৩ সালের ২ জুন ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় ২৯৬ জন প্রাণ হারিয়েছিলেন এবং আহত হয়েছিলেন হাজারের বেশি।

Related posts

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও

এসএসসি মামলায় বয়সছাড়ে ব্রেক, হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

নাগরিকত্বের প্রমাণ চাওয়া হল নেতাজির প্রপৌত্রের কাছেও! এসআইআর নোটিসে তীব্র বিতর্ক