ইন্দোর: বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ইন্দোরে একটি মন্দিরে ভিতর অবস্থিত কুয়োর ছাদ ধসে পড়ে কমপক্ষে ৩৫ জনের মৃত্য়ু হয়েছে। রামনবমীর পুজো চলাকালীন আচমকা ভেঙে পড়ে মন্দিরের একটি অংশের কংক্রিটের মেঝে।
রমানবমীর দিন মধ্যপ্রদেশের ইনদওরের শ্রী বালেশ্বর মন্দিরে রামনবমী উপলক্ষে ভিড় জমেছিল পুণ্যার্থীদের। পুজো চলাকালীন বেশ কিছু পুণ্যার্থী মন্দিরের ভিতরেই একটি কুয়োর ছাদে উঠে পড়েন। পুজো চলাকালীন দর্শনের জন্য প্রায় ৩০-৪০ জন পুণ্যার্থী মন্দিরের ভিতরের একটি কুয়োর ছাদে উঠে পড়েন। কুয়োটি বহু পুরনো। সেটির মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকেও দেওয়া হয়েছিল। সেই ছাউনির উপর উঠতেই এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর।
উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, রামনবমীর দিন হওয়ায় মন্দিরে খুব ভিড় ছিল। পুরনো ওই কুয়োর কংক্রিটের ছাদ এত মানুষের ভার সইতে পারেনি। ওই জায়গায় যে একসঙ্গে বেশি লোক যাওয়া উচিত নয়, সেটাও জানত না অনেকে। যে কারণে এ দিনের দুর্ঘটনা।
খবর ছড়িয়ে পড়তেই ইনদওর প্রশাসন ও পুলিশ বিভাগের প্রতিনিধি দড়ির সাহায্যে নীচে পড়ে যাওয়া লোকজনকে সরিয়ে নিতে শুরু করে। দড়ি ধরে সিঁড়ি বেয়ে একে একে তাদের উপরে তুলে আনা হয়। উদ্ধার হয় মৃতদেহও।
ইন্দোরের জেলাশাসক ইলায়ারাজা টি জানান, “মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। চিকিৎসার পর বাড়ি ফিরে গিয়েছেন দু’জন। নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান অভিযান চলছে এখনও”।