প্রথম পাতা খবর প্রতিমা নিরঞ্জনের সময়ে মাল নদীতে হড়পা বানে মৃত ৮, উঠছে প্রশ্ন

প্রতিমা নিরঞ্জনের সময়ে মাল নদীতে হড়পা বানে মৃত ৮, উঠছে প্রশ্ন

303 views
A+A-
Reset

জলপাইগুড়ি: দুর্গা প্রতিমা বিসর্জনের সময় মালবাজারে মাল নদীতে হড়পা বান। এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এখনও নিখোঁজ অনেকে। মৃতের তালিকা প্রকাশ করল প্রশাসন। মৃতদের মধ্যে এক নাবালিকা এবং এক শিশুও রয়েছে। রয়েছেন ৭২ বছরের এক বৃদ্ধ।

বুধবার সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জনের সময়ে মর্মান্তিক ঘটনা ঘটে মালবাজারে। মাল নদীতে দেবীকে বিদায় জানানোর সময়ে আচমকাই চলে আসে হড়পা বান। ভেসে যান বহু মানুষ। প্রশাসনের তরফে মৃত ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে রয়েছে তপন অধিকারী (৭২), ঊর্মি সাহা (১৩), রুমুর সাহা (৪২), আনস পণ্ডিত (৮), বিভা দেবী (২৮), শুভাশিস রাহা (৬৩), শোভনদ্বীপ অধিকারী (২০) এবং সুস্মিতা পোদ্দার (২২)।

স্থানীয়দের মতে, মাত্র ১৪ দিন আগেই বিপদ ঘটেছিল মাল নদীতে। সে সময় একটি আস্ত ট্রাক ভেসে গিয়েছিল হড়পা। নদীতে মাঝেমাঝেই হড়পা বান আসে। আবহাওয়া খারাপের পূর্বাভাস সত্ত্বেও প্রতিমা নিরঞ্জনের সময় সেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হল না?

ঘটনায় প্রকাশ, মাল নদীতে দশমীতে কমপক্ষে ৬৫-৭০টি প্রতিমা নিরঞ্জনের কথা ছিল। বহু মানুষ ভিড় করতে পারেন, সে পূর্বাভাস ছিল। তা সত্ত্বেও মাত্র ৮ জন সিভিল ডিফেন্সের কর্মী ছিলেন বলেই খবর। তবে ডিফেন্স কর্মীদের দাবি, জলস্তর বাড়ার কথা জানিয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু তার পরেও প্রতিমা নিরঞ্জন নিয়ন্ত্রণ করা যায়নি।

আরও পড়ুন: সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.