মালদহে আবার গুলি চালনার ঘটনা ঘটল। মাত্র ১২ দিন আগে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের রেশ কাটতে না কাটতেই কালিয়াচকের নয়া বস্তি এলাকায় মঙ্গলবার সকালে আরও এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম হাসান শেখ। তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ঘটনায় আহত হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ এবং আরও কয়েক জন।
ঘটনাটি ঘটেছে নিকাশি এবং রাস্তা উদ্বোধনের এক অনুষ্ঠানে। কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর এলাকার অঞ্চল সভাপতি বকুল শেখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অভিযোগ, হঠাৎ করেই কয়েক জন দুষ্কৃতী হামলা চালায়। বকুল শেখ গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে এবং তৃণমূল কর্মী এসারুদ্দিন শেখকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
এলাকার একাংশের মতে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। বকুল শেখের অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেতা এবং তাঁর সমর্থকরা অনুষ্ঠানে বাধা সৃষ্টি করছিলেন। এই সময় বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায়। অভিযোগের তির জাকির নামে এক তৃণমূল নেতার দিকে।
তৃণমূলের মালদহ জেলা নেতা আশিস কুন্ডু বলেন, “কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা খুঁজে বার করার দায়িত্ব পুলিশের।” ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেছেন, “মুখ্যমন্ত্রী জানতে চাইলে পুরো বিষয়টি জানানো হবে।”
উল্লেখ্য, গত ২ জানুয়ারি ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে তৃণমূল নেতা দুলাল সরকার খুন হন। সেই ঘটনায় দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছিল। পুলিশ ইতিমধ্যেই একাধিক গ্রেফতার করেছে। সেই ঘটনার পর মালদহে ফের গুলি চলার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।