অভিযোগ ‘ভিত্তিহীন’, দেবের বিরুদ্ধে ভাইরাল অডিও সংক্রান্ত মামলা খারিজ করল হাইকোর্ট

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ক্লিনচিট পেলেন অভিনেতা-সাংসদ দেব। ঘাটালের সাংসদ দীপক অধিকারীর বিরুদ্ধে ধোপে টিকল না বিগত লোকসভা নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ৷

লোকসভা নির্বাচনের আগে নিজের এক্স হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ পোস্ট করেছিলেন হিরণ। সেখানে দেব ও তাঁর আপ্ত সহায়কের একটি কথোপকথন ছিল। যেখানে টাকার বিনিময়ে চাকরির বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে দাবি করেছিলেন বিজেপি প্রার্থী। ওই অডিও ক্লিপ জমা পড়ে সিবিআইয়ের কাছে। দেবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বাপ্পাদিত্য ঘোষ নামে জনৈক ব্যক্তি।

সেই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, দেবের বিরুদ্ধে ওই অডিয়োকে কেন্দ্র করে সিবিআইয়ের কাছে যে অভিযোগ এসেছে সেটা নিয়ে অবস্থান জানাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। সিবিআই চাইলে ওই বিষয়টি খতিয়ে দেখে সংক্ষিপ্ত রিপোর্ট দিতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।

তবে, সিবিআই নিজের রিপোর্টে দেবকে ক্লিনচিট দেওয়ার ফলে হিরনের দাবি আর ধোপে টিকল না । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানানো হল, দেবের বিরুদ্ধে তদন্ত আর এগোতে চায় না তারা। কারণ অভিযোগ ভিত্তিহীন। সিবিআইয়ের এই রিপোর্ট পেয়ে মামলাটি নিষ্পত্তি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক