বিধানসভায় পেশ হওয়া বাজেট নিয়ে বিতর্ক আজ

বুধবার রাজ্য বিধানসভায় রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বাজেট পেশের সময়ই বিজেপি বিধায়কেরা বিক্ষোভ দেখান। বাজেট পাঠ শেষ হতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন।

বিধানসভার বাইরে বিজেপি নেতারা এই বাজেটকে কটাক্ষ করেন এবং সরকারের আর্থিক নীতির সমালোচনা করেন। তাদের বক্তব্য, রাজ্যের অর্থনীতি সংকটের মুখে, অথচ বাজেটে সেই সমস্যা সমাধানের দিশা নেই।

অন্যদিকে, বিজেপির এই বিক্ষোভ ও ওয়াক আউটের কড়া সমালোচনা করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বাজেট গুরুত্বপূর্ণ একটি বিষয়, অথচ বিরোধীরা দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে।

আজ, বৃহস্পতিবারও বাজেট অধিবেশন চলবে। বাজেট নিয়ে আরও বিতর্ক ও উত্তপ্ত পরিস্থিতির সম্ভাবনা রয়েছে বিধানসভায়।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক