শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া

বঙ্গোপসাগরে ফুঁসছে গভীর নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে আজ অর্থাৎ ৯ অগাস্ট থেকে ১১ অগাস্ট দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঘনীভূত নিম্নচাপের অভিমুখ ওড়িশা ও ছত্তিশগড় হলেও এর প্রভাব বাংলার উপকূলের জেলাগুলিতেও পড়তে চলেছে। দিঘা, মন্দারমণি, তাজপুর সহ পর্যটন কেন্দ্রগুলিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সেখানে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে যে উপকূলের জেলা অর্থাৎ দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা হাওড়া এই দুই জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। ১১ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানা করা হয়েছে । এই গভীর নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে মাঝেমধ্যেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে।

আরও পড়ুন :

সোনা জিতলেন ভারতীয় টেবিল টেনিসের কিংবদন্তি অচন্ত্য শরদ কমল

ব্যাডমিন্টনে লক্ষ্য সেনের হাত ধরে সোনা এল দেশের ঝুলিতে

ভারী বৃষ্টিতে আবারও কি জলযন্ত্রণায় ভুগবেন শহরবাসী? কষ্ট লাঘব হবে শহরবাসী, আশ্বাস মেয়রের

বিহারের রাজনীতিতে নয়া মোড়? বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তেই সনিয়াকে ফোন নীতীশের

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক