বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত ‘হামুন’, কোথায় কেমন প্রভাব পড়বে

কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘হামুন’। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে ‘হামুন’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, বুধবার (২৫ অক্টোবর) নাগাদ বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্য দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভূমিতে প্রবেশ করতে পারে। তবে তত ক্ষণে সেটি দুর্বল হয়ে আবার গভীর নিম্নচাপে পরিণত হবে বলেই মনে করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাংলাদেশের তিনটি বন্দর ও উপকূলে ৩ নম্বর সতর্কসংকেতের জায়গায় ৪ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সেদেশের উপকূল-সহ সারা দেশের প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ দিকে, বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা নিম্নচাপের জেরে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার বেলা থেকে শুরু হয়েছে বৃষ্টি। সোমবারের পর মঙ্গলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে মাঝারি বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে দু’এক জায়গাতে। দশমী এবং একাদশীর দিন ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

প্রসঙ্গত, সোমবার রাতে পূর্বাভাসে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় ‘হামুন’ তৈরি হয়েছে। ‘হামুন’ নামটি ইরানের দেওয়া। ‘হামুন’ শব্দের অর্থ সমতল ভূমি বা পৃথিবী।

Related posts

ধসের পর ফের ছন্দে দার্জিলিং! পর্যটকদের ভিড়, কিন্তু উড়ান ও গাড়ি ভাড়ায় চরম ক্ষোভ

‘শান্ত থাকুন, সংযত থাকুন, রাজনীতি ভুলে দুর্গতদের পাশে দাঁড়ান’, নাগরাকাটা হামলার পর বার্তা মুখ্যমন্ত্রীর

বিপর্যস্ত উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তেজনা! নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ