কলকাতা: আসন্ন দীপাবলির সময় নাশকতামূলক হামলার আশঙ্কা কলকাতায়। লালবাজারে এসে পৌঁছেছে তেমনই আশঙ্কার খবর। সব থানাকে বিশেষ ভাবে সতর্ক করা হল কলকাতা পুলিশের তরফে।
জানা গিয়েছে, দীপাবলির সময় একাধিক নাশকতামূলক হামলার ছক কষছে পিএফআই। একটি ট্যুইটার অ্যাকাউন্টে এমনই তথ্য পাওয়া গেছে বলে দাবি হরিয়ানা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের। তার পরই সেই খবর পৌঁছে দিয়ে কলকাতা পুলিশকে সতর্ক করে তারা। সেই খবরের উপর ভিত্তি করে সমস্ত স্থানীয় থানাকে বার্তা পাঠানো হয়েছে।
সূত্রের খবর, রাজ্যের নানা প্রান্ত থেকে গ্রেফতার জঙ্গি, মাদক ও চোরাচালানকারীদের সহযোগীরা দীপাবলির সময় নাশকতার ছক কষেছে। সেখানে পিএফআই ছক কষেছে দীপাবলির মরশুমে বড়োসড়ো নাশকতা চালানোর। তাই সব ধরনের নিরাপত্তামূলক পদক্ষেপ নিচ্ছে লালবাজার। পরিস্থিতির উপর নজর রেখেই কলকাতা পুলিশের তরফে বিশেষভাবে সতর্ক করা হল প্রত্যেকটি থানা ও গোয়েন্দা বিভাগকে।
গোয়েন্দা দফতর সূত্রে খবর, দীপাবলিতে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় নাশকতামূলক হামলার আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য শহরগুলির তালিকায় জুড়ে গিয়েছে কলকাতাও। নাশকতা বানচাল করতেই পুলিশি টহল বাড়ানো, সিসিটিভি ক্যামেরা পরীক্ষা, বিশেষ জায়গাগুলিতে অতিরিক্ত পুলিশ পোস্টিং-সহ বিভিন্ন পদক্ষেপ নিতে বলা হয়েছে।
আরও পড়ুন: এ বার সারদা মামলায় কাঁথি থানায় হাজিরা সৌমেন্দু অধিকারীর