দিল্লি বিধানসভা নির্বাচন: বিজেপি এগিয়ে, চাপের মুখে আপ

বেশিরভাগ বুথফেরত সমীক্ষাই দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত দিচ্ছে। বিজেপি শিবিরে আত্মবিশ্বাস স্পষ্ট, কিন্তু আম আদমি পার্টি (আপ) ভোট পর্ব শেষের পর থেকেই ধারাবাহিকভাবে ‘অনিয়মের’ অভিযোগ তুলে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি আপের উদ্বেগেরই প্রতিফলন।

শনিবারের গণনাই নির্ধারণ করবে, দিল্লির মসনদ গত দু’বারের মতো ধরে রাখতে পারবে কি না কেজরীওয়ালের দল, নাকি বিজেপি শেষ মুহূর্তের চমক দেখাবে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৬টি আসন। তবে কংগ্রেস যে লড়াইয়ে তেমন প্রভাব ফেলতে পারবে না, তা প্রায় নিশ্চিত। কিছু সমীক্ষা বলছে, তারা এক-দু’টি আসন জিততে পারে, আবার কয়েকটি সমীক্ষার মতে, কংগ্রেস এবারও শূন্য হাতেই ফিরবে।

যদিও বুথফেরত সমীক্ষা চূড়ান্ত ফল নয়, অতীতে বহুবার দেখা গেছে, বাস্তব ফল তার সঙ্গে মেলে না। গত বছর হরিয়ানার নির্বাচনে এমনটাই হয়েছিল। তবে সাধারণ প্রবণতা বোঝার ক্ষেত্রে এই ধরনের সমীক্ষা গুরুত্ব পায়। ২০২০ ও ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আপের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি বিজেপি, অথচ ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনই তারা দখল করেছিল। এবার বিধানসভাতেও কি বিজেপি সেই ধারা বজায় রাখতে পারবে, না কি কেজরীওয়ালের ‘আস্থা’ এখনও অটুট, তার উত্তর মিলবে আজকের গণনায়।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন