Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সানরাইজার্স হায়দরাবাদকে ৭ রানে হারাল দিল্লি ক্যাপিটালস - NewsOnly24

সানরাইজার্স হায়দরাবাদকে ৭ রানে হারাল দিল্লি ক্যাপিটালস

চলমান আইপিএল-এর ৩৪তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘরের মাঠে হারল সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দিল্লি তুলেছিল ১৪৪-৯। জবাবে হায়দরাবাদ থেমে যায় ১৩৭-৬ রানে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৭ রানে জয় পেল দিল্লি ক্যাপিটালস।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ওয়ার্নার। তবে তাঁর দল অবশ্য বড়ো স্কোর করতে পারেনি। দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেন করতে নেমে খাতা খুলতে পারলেন না ফিল সল্ট। ওয়ার্নার (২০ বলে ২১), মার্শ (১৫ বলে ২৫) মনীষ পাণ্ডে (২৭ বলে ৩৪) এবং অক্ষর পটেল (৩৪ বলে ৩৪) গড়পড়তা ব্যাটিং করলেন। টি২০-তে হয়তো এই স্কোর লড়াইয়ের জন্য পর্যাপ্ত নয়, তবে দিল্লির বোলাররা অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে জয় এনে দিলেন।

হায়দরাবাদের হয়ে ওয়াশিংটন সুন্দর বল হাতে প্রথমে এক ওভারে তিনটি উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতে ২৪ রানে অপরাজিত রইলেন শেষ পর্যন্ত। তবে তাঁর লড়াই দাম পেল না।

১৪৫ রানের লক্ষ্যে পৌঁছাতেও কার্যত ল্যাজে-গোবরে হতে হল সানরাইজার্স হায়দরাবাদকে। মাত্র ৭ রানেই ফিরতে হল ১৩ কোটির হ্যারি ব্রুক। মায়াঙ্ক আগরওয়াল লড়লেন, তবে হাইসেঞ্চুরি থেকে ১ রান দূরে তাঁকেও থামতে হল। হেনরিখ ক্লাসেন (৩১) এবং ওয়াশিংটন সুন্দর হাল ধরার চেষ্টা করলেন ঠিকই, তবে মাত্র ৭ রান দূরে থেমে গেল লড়াই।

দিল্লির হয়ে ২টি করে উইকেট নেন নর্খিয়ে ও অক্ষর। ১টি উইকেট করে নেন ইশান্ত ও কুলদীপ। চলতি আইপিএল-এ প্রথম ৫ ম্যাচে হেরে যাওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়াল দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্রথম জয় পাওয়ার পর এবার সানরাইজার্স হায়দরাবাদকেও হারিয়ে দিল ডেভিড ওয়ার্নারের দল।

Related posts

৬ মাসে ৯০ লক্ষ ভক্ত, দৈনিক আয় ৪ লক্ষ—জগন্নাথ মন্দির দিঘাকে তীর্থস্থানে পরিণত করেছে

মরশুমের শুরুতেই আবারও বাঘের দেখা! পীরখালিতে একদিনে দুই রয়্যাল বেঙ্গল টাইগার দেখলেন পর্যটকরা

ডিসেম্বরে মোদির সম্ভাব্য বঙ্গ সফর, শেষ সপ্তাহে আসতে পারেন অমিত শাহ—বিধানসভা ভোটের আগে চূড়ান্ত তোড়জোড় বিজেপির