এ বার দিল্লিতেও বাংলার মডেলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ দেবে কেজরিওয়াল সরকার

নয়াদিল্লি: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প জনপ্রিয় এবং প্রবল গ্রহণযোগ্য হয়েছে। এ বার দিল্লিতেও বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো প্রকল্প চালু করছে কেজরিওয়াল সরকার। মহিলাদের প্রতিমাসে দেওয়া হবে ১ হাজার টাকা।

সাধারণ মহিলাদের আর্থিকভাবে সাহায্য করাই এই প্রকল্পের লক্ষ্য। বাজেটে মহিলা সম্মান যোজনা নামে প্রকল্প ঘোষণা করেছে কেজরিওয়াল সরকারের। ১৮ বছরের ঊর্ধ্বে মহিলারা প্রতি মাসে পাবেন ১ হাজার টাকা।

সোমবার দিল্লি সরকারের অর্থমন্ত্রী আতিশী এই ঘোষণা করে জানিয়েছেন, আগামী আর্থিক বছর থেকেই দিল্লিবাসী প্রত্যেক মহিলা পাবেন ১ হাজার টাকা করে। এক্ষেত্রে ১৮ বছরের বেশি বয়স হলেই ওই টাকা পাওয়া যাবে। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় দিল্লির মহিলা সমাজে জোরদার উল্লাস।

প্রসঙ্গত, একের পর এক রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে প্রকল্প নেওয়া হচ্ছে। শেষবার দেখা গিয়েছিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লাডলি বহেনা প্রকল্প চালু করেছেন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন