নয়াদিল্লি: এ বার সিবিআইয়ের তলব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। দিল্লির আবগারি দুর্নীতি মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছে সিবিআই । আগামী ১৬ এপ্রিল, রবিবার সকাল ১১টার সময় দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে কেজরিকে হাজিরা দিতে বলা হয়েছে।
আপ নেতা মণীশ সিসোদিয়া ইতিমধ্যেই আবগারি মামলায় সিবিআই এবং ইডি-র জালে জড়িয়েছেন। এই মামলাতেই বর্তমানে জেলবন্দি রয়েছেন সিসোদিয়া। সূত্রের খবর, আবগারি দুর্নীতি মামলায় নতুন কিছু তথ্য-প্রমাণ গোয়েন্দাদের হাতে এসেছে। তার ভিত্তিতেই এবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
দিল্লির আবগারি নীতি মামলার তদন্তে নেমে মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকেই সুর চড়াতে শুরু করে আপ। এ বার সরাসরি অরবিন্দ কেজরিওয়ালকে তলব। তবে সিবিআই তলব প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি দিল্লির মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, কেজরিওয়াল সরকার এই মামলায় ‘সর্বোচ্চ স্তরে’ জড়িত বলে অভিযোগ করে এজেন্সির দাবি, এই নীতি নির্ধারণে কোটি কোটি লাভ করে তা আম আদমি পার্টির গত বছর গোয়ায় নির্বাচনী প্রচারে ব্যবহার করা হয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দেয়েছে আপ। বিজেপির বিরুদ্ধে তারা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে।