জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল, আদালতে খারিজ ইডি-র আবেদন

নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিল দিল্লির রউস এভিনিউ আদালত। আশা করা হচ্ছে, শুক্রবার তিহাড় জেল থেকে বেরিয়ে আসতে পারেন তিন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ২১ মার্চ ২০২৪-এ গ্রেপ্তার করেছিল ইডি। লোকসভা ভোটের প্রচারের জন্য গত ১০ মে জামিন পেয়েছিলেন তিনি। তবে আদালতের নির্দেশ মেনে আত্মসমর্পণ করেন তিনি । ২১ দিনের অন্তর্বর্তী জামিন শেষে ২ জুন আদালতের নির্দেশ মেনে আবার তিহাড় জেলে ফিরে গিয়েছেন। এখন, তাঁর গ্রেপ্তারের ৯১ দিন পর আবারও জামিন মিলল তাঁর।

আজ, বৃহস্পতিবার শুনানির সময়, অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) এসভি রাজু, ইডি-র পক্ষে উপস্থিত হয়ে জামিনের আবেদনের পাশাপাশি কেজরিওয়ালের দাবির বিরোধিতা করে বলেছেন যে কেন্দ্রীয় সংস্থার আবগারি নীতি মামলায় নিজের অভিযোগ প্রমাণ করার যাবতীয় তথ্য পেয়েছে।

এই যুক্তিতে নিম্ন আদালতের এই রায়ের উপর ৪৮ ঘণ্টার জন্য স্থগিতাদেশ চেয়েছিল ইডি। সেই আবেদন খারিজ করেন বিচারক। কেজরীর আইনজীবীর দাবি, আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টি (আপ)-এর প্রধানের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই ইডির হাতে। এই মামলায় যাঁরা রাজসাক্ষী হয়েছেন, তাঁদের বয়ানের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে মামলাটি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন