ডেস্ক: কয়লা কান্ডে বারবার দিল্লিতে ডেকে পাঠাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাদের নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইডি-র সমন মামলায় অন্তর্বতীকালীন রক্ষাকবচ দিল না দিল্লি হাইকোর্ট। বরং আগামী তিন দিনের মধ্যে উভয়পক্ষকে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৭ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি যোগেশ খান্না।
আজ (মঙ্গলবার) অভিষেক এবং তাঁর স্ত্রী’কে দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। সেইসঙ্গে একগুচ্ছ নথি আনার নির্দেশ দিয়েছিল ইডি। সেই সমন খারিজের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন অভিষেক এবং রুজিরা। তাঁদের বক্তব্য ছিল, দু’জনেই কলকাতার বাসিন্দা। তাই দিল্লিতে তাঁদের হাজিরা দেওয়ার ক্ষেত্রে বাধ্য করা যায় না।
আরও পড়ুন: ‘বিধায়ক-সাংসদকে নিয়ে গেলে ভাবছে বিজেপি শেষ হয়ে যাবে, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছে’: সুকান্ত মজুমদার
পাল্টা ইডির বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং দিল্লিতে সংসদে যোগ দিতে আসেন। সাউথ দিল্লিতে তাঁর বাড়িও রয়েছে। তাই এখানে আসতে তাঁর অসুবিধে হবে তা কোনওভাবেই প্রমাণিত হয় না।
অভিষেক-রুজিরার তহবিল তছরুপ প্রতিরোধ আইনের আওতায় পড়ে (PMLA)। এছাড়াও এটা একটি রাজ্যের বিষয় নয়, অনেক রাজ্য জড়িত। অর্থাৎ সেক্ষেত্রে আন্তঃরাজ্য ও দেশব্যাপী ইডি কাজ করতে পারবে। সে কারণে এই মামলা দিল্লিতে নিয়ে আসা যুক্তিসঙ্গত, এমনটাই মত। ইডি এবং অভিষেক-রুজিরা, দু-পক্ষকেই দুদিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছে।