নয়াদিল্লি: ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআই গ্রেপ্তারের বিরুদ্ধে তাঁর আবেদনটি সম্প্রতি খারিজ করেছিল দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছেন কেজরিওয়াল।
আপ-এর আইনজীবীর মন্তব্য উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্টে বলা হয়েছে, দিল্লি আবগারি নীতি মামলায় সিবিআইয়ের গ্রেফতারি বিরোধিতা করার পাশাপাশি সুপ্রিম কোর্টের পিটিশনে কেজরিওয়াল নিয়মিত জামিনের আবেদনও জানিয়েছেন।
এর আগে সিবিআইয়ের একটি মামলায় কেজরিওয়ালকে জামিন দিতে অস্বীকার করেছিল হাইকোর্ট। তবে ইডির দায়ের করা অন্য একটি মামলায় জামিন মঞ্জুর হয়েছিল তাঁর। কিন্তু সিবিআইয়ের মামলায় জামিন না মেলায় আপাতত জেলে থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীকে।