সংসদের সামনে গায়ে আগুন দেওয়া সেই যুবকের মৃত্যু

নয়াদিল্লির সংসদ ভবনের কাছে রেল ভবনের সামনে গায়ে আগুন দেওয়া উত্তরপ্রদেশের বাঘপতের বাসিন্দা জিতেন্দ্র (৩০-৩৫)-র মৃত্যু হল শুক্রবার। বুধবার দুপুর সাড়ে ৩টে নাগাদ সংসদ ভবনের সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

দিল্লি ফায়ার সার্ভিসের এক আধিকারিক জানান, জিতেন্দ্র গায়ে পেট্রল জাতীয় পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেন। ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তবে, ৯০ শতাংশ পুড়ে যাওয়ার ফলে শুক্রবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার দেবেশ মাহলা জানান, জিতেন্দ্রের বিরুদ্ধে ২০২১ সালে বাঘপতে একটি মামলা দায়ের করা হয়েছিল, যা তাঁকে প্রবল মানসিক চাপে ফেলেছিল। আরও জানা গেছে, ওই সময় থেকে ২০২৪ সাল পর্যন্ত তাঁর বিরুদ্ধে মোট তিনটি মামলা দায়ের হয়েছিল। পরিবারের দাবি, এই মামলাগুলি মিথ্যা এবং রাজনৈতিক শত্রুতার কারণে দায়ের করা হয়েছে।

জিতেন্দ্রের বাবা জানিয়েছেন, তিনি একসময় কলেজে পড়তেন এবং ভবিষ্যতে আইনজীবী হতে চেয়েছিলেন। দিল্লিতে আসার আগে জিতেন্দ্র পরিবারকে বলেন, তিনি সুপ্রিম কোর্টে আইনি পরামর্শ নিতে যাচ্ছেন। তবে, পরে জানা যায়, তিনি বাঘপত থেকে নিজের বাইকের পেট্রল নিয়ে দিল্লিতে এসেছিলেন।

দিল্লি পুলিশের মতে, ব্যক্তিগত শত্রুতা বা মানসিক চাপের কারণেই জিতেন্দ্র এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হন। তবে ঘটনাটি নিয়ে উত্তরপ্রদেশ পুলিশ আরও তদন্ত চালাচ্ছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন