ডেস্ক: দীপাবলির সময়ে বাজি পোড়ানো, শিল্পাঞ্চল ও গাড়ি থেকে দূষণ এবং পাশ্ববর্তী রাজ্যগুলিতে ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোর জেরে যে মাত্রাতিরিক্ত দূষণের সৃষ্টি হয়েছে, তার জেরে বিগত ১০ দিন ধরেই বিষাক্ত ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে দিল্লি-এনসিআর অঞ্চল। সোমবারও দিল্লিতে বাতাসের গুণমান বিপজ্জনক পর্যায়েই ছিল। দিল্লিতে দূষণের মাত্রা কমার কোনও লক্ষণ দেখা না যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য দিল্লি-এনসিআর এলাকার সমস্ত স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের তরফে বায়ুদূষণ নিয়ন্ত্রণে একাধিক নির্দেশিকা জারি করা হয়। দিল্লি ছাড়াও হরিয়ানা , রাজস্থান ও উত্তর প্রদেশ সরকারকেও এই নির্দেশগুলি মানতে হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: বইছে উত্তুরে হাওয়া, দক্ষিণবঙ্গে ফিরবে শীতের আমেজ
নির্দেশিকা বলা হয়েছে, দিল্লি ও সংলগ্ন অঞ্চলগুলিতে আগামী ২১ নভেম্বর অবধি সমস্ত ধরনের নির্মাণকাজে স্থগিতাদেশ জারি করা হয়েছে। অত্যাবশ্য়কীয় পণ্য ছাড়া বাকি কোনও ট্রাককে আগামী ২১ নভেম্বর অবধি দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হবে না। স্কুল, কলেজ বন্ধ রাখার পাশাপাশি বায়ুর গুণমান নিয়ন্ত্রক কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২১ নভেম্বর অবধি দিল্লির সমস্ত সরকারি অফিসের অন্তত ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার সুবিধা দিতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও একই নির্দেশিকা অনুসরণের অনুরোধ করা হয়েছে।