৮০ জন আরোহী নিয়ে একটি ডেল্টা এয়ারলাইন্সের বিমান সোমবার টরন্টো বিমানবন্দরে দুর্ঘটনার শিকার হয়। বিমানটি উল্টে যায় এবং এতে কমপক্ষে ১৭ জন আহত হন, তবে কোনও মৃত্যুর খবর নেই।
এন্ডেভার এয়ারের ফ্লাইট ৪৮১৯ মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস থেকে টরন্টোর উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিমানে মোট ৭৬ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন।
স্থানীয় চিকিৎসা পরিষেবার কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক—একটি শিশু, ৬০ বছরের এক ব্যক্তি এবং ৪০ বছরের এক মহিলা। ডেল্টা এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১৮ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিছুজনকে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে সরানো হয়।
এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। কীভাবে বিমানটি উল্টে গেল এবং এর ডানা ভেঙে গেল, সে বিষয়ে কোনও ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, উল্টে থাকা বিমানের ভেতর থেকে যাত্রীরা বেরিয়ে আসছেন, অনেকে প্রবল ঠান্ডা বাতাস ও তুষারের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা ধোঁয়ায় মোড়া বিমানে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
টরন্টো বিমানবন্দরের প্রধান নির্বাহী ডেবোরা ফ্লিন্ট এক সংবাদ সম্মেলনে জানান, এই দুর্ঘটনায় অন্য কোনও বিমান জড়িত ছিল না। তিনি আরও বলেন, জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত পৌঁছে যাত্রীদের উদ্ধার করেছেন এবং অনেক যাত্রী ইতিমধ্যেই তাঁদের পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরে স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ বিমান চলাচল পুনরায় শুরু হয়, তবে যাত্রীদের দীর্ঘ বিলম্বের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।