Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ফের ৫০,০০০ পার করোনার দৈনিক সংক্রমণ,দুশ্চিন্তা বাড়াচ্ছে ডেল্টা প্লাস ভ্য়ারিয়েন্ট - NewsOnly24

ফের ৫০,০০০ পার করোনার দৈনিক সংক্রমণ,দুশ্চিন্তা বাড়াচ্ছে ডেল্টা প্লাস ভ্য়ারিয়েন্ট

ডেস্ক: লকডাউন ও কড়া বিধিনিষেধের জেরে ধীরে ধীরে মিলছিল সুফল। কিন্তু ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ফের বেড়ে গেল ৫০ হাজারের উপর। সব কিছুর মধ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে ডেল্টা প্লাস ভ্য়ারিয়েন্ট। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন, যা গতকালের তুলনায় কিছুটা বেশি। সংক্রমণে একদিনে মৃত্যু হয়েছে ১২৪৮ জনের। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ৯৫ হাজার ৭৫১ জন।  অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৯৪৪ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২ লক্ষ ৩৩ হাজার ১৮৩-তে পৌঁছল। মোট সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯২ লক্ষ ৫১ হাজার ২৯ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩। সুস্থতার হার ৯৬.৭৫ শতাংশ।

আরও পড়ুন: ভোররাতে বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু বিমানঘাঁটির টেকনিক্যাল এলাকা, তদন্তে বায়ুসেনা


টিকাকরণে গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ইতিমধ্যেই শোনা গিয়েছে, শীঘ্রই ভারতীয় বাজারে আসবে জনজন অ্যান্ড জনসনের টিকা। পাশাপাশি করোনার তৃতীয় ঢেউকে রুখে দিতে ১৮ বছরের কম বয়সিদেরও যাতে ভ্যাকসিন দেওয়া যায়, তার জন্য জোরকদমে চলছে ট্রায়াল। এখনও পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন সাড়ে ৩২ কোটি ১৭ লক্ষের বেশি মানুষ। তবে টিকাকরণের কারণে রোগী চিহ্নিত করতে যেন টেস্টিংয়ের পরিমাণ না কমে, তা ICMR-কে নিশ্চিত করতে বলা হয়েছে। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৭ লক্ষ ৭৭ হাজার ৩০৯টি নমুনা পরীক্ষা হয়েছে।


এরই মধ্যে তৈরি হয়েছে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা। চোখ রাঙাচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই দেশের ১২টি রাজ্যে ৫১ জন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তদের হদিশ মিলেছে বলে জানিয়েছে কেন্দ্র। তালিকায় আছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কেরল, পঞ্জাব, গুজরাতের মতো রাজ্য।

Related posts

জঙ্গলের বুক চিরে টয়ট্রেন! ছয় বছর পর উত্তরবঙ্গে ফিরল রোমাঞ্চকর জঙ্গল সাফারি

শীতের মাঝেই উলটপুরাণ! এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা

নজরে বাঁকুড়া, ১৫ হাজার চাকরির বার্তা অভিষেকের