কসবায় গণধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি, মামলা দায়েরের অনুমতি সুপ্রিম কোর্টের

দক্ষিণ কলকাতার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে সরব হলেন আইনজীবী সত্যম সিংহ। সোমবার তিনি শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছেন, এই ঘটনার তদন্ত যেন সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে তা পরিচালিত হয়। একই সঙ্গে নির্যাতিতা ও তাঁর পরিবারের নিরাপত্তা এবং তরুণীর আর্থিক সহায়তার দাবিও জানিয়েছেন তিনি। প্রাথমিক ভাবে আদালত বিষয়টি আমলে নিয়ে মামলার আবেদন গ্রহণ করেছে।

ইতিমধ্যে এই ঘটনা ঘিরে কলকাতা হাই কোর্টেও দায়ের হয়েছে একাধিক জনস্বার্থ মামলা। মামলাকারীদের দাবি, দ্রুত শুনানি হোক এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করা হোক। হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগে নিয়মমাফিক মামলা দায়ের করে বিপরীত পক্ষকে নোটিস পাঠানো হোক। এরপরই শুনানির জন্য আবেদন করা যেতে পারে। জানা যাচ্ছে, এই মামলাগুলির শুনানি হতে পারে বৃহস্পতিবার।

কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে তিন জনকে ধরা হয়— তাঁদের মধ্যে দু’জন কলেজের বর্তমান ছাত্র এবং এক জন প্রাক্তনী, যিনি বর্তমানে ওই কলেজেই অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে, যিনি কলেজেরই নিরাপত্তারক্ষী।

তদন্তের দায়িত্বে রয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (দক্ষিণ শহরতলি) প্রদীপকুমার ঘোষালের নেতৃত্বাধীন সাত সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট)। প্রথমে পাঁচ সদস্যের এই দলকে সম্প্রসারিত করে সাত সদস্যে উন্নীত করা হয়েছে। সিট ইতিমধ্যে নির্যাতিতা ও তাঁর বাবা-মায়ের গোপন জবানবন্দি নেয়ার জন্য আবেদন জানিয়েছে। সিসিটিভি ফুটেজ ও নির্যাতিতার বয়ান যাচাই করে তদন্ত এগোচ্ছে।

ঘটনাটি ক্রমশ রাজনৈতিক রংও নিচ্ছে। একদিকে বিজেপি এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তের দাবি জানাচ্ছে, অন্যদিকে শাসক তৃণমূল বলছে, পুলিশ ইতিমধ্যে যথাযথ পদক্ষেপ নিয়েছে, তাই রাজনীতি না করে তদন্তে সহযোগিতা করাই উচিত।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক