ধর্মতলায় উত্তপ্ত পরিস্থিতি: মন্ত্রী সুজিত বসুর গাড়িতে চড়-থাপ্পড়, ডিসিকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান

কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ডাকে অনুষ্ঠিত মানববন্ধনের সময় রাজ্যের মন্ত্রী সুজিত বসুর গাড়িতে চড়-থাপ্পড়ের ঘটনা ঘটে। এ সময় মন্ত্রী সুজিত বসুর গাড়ির দিকে ক্ষুব্ধ জনতা ধেয়ে আসলে উত্তেজনা তৈরি হয়। মানববন্ধনে দাঁড়িয়ে থাকা কয়েকশো লোক মন্ত্রীর গাড়ির দিকে এগিয়ে যায় এবং তার গাড়িতে বোতল ছোঁড়ার অভিযোগ করে।

সুজিত বসু এই ঘটনার পর বলেন, ‘‘গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার সবার রয়েছে, কিন্তু গাড়িতে আক্রমণ করা কেমন ধরনের অসভ্যতা!’’ তিনি জানান, ওই সময় সেখানে তার পুজোর লোকজনও উপস্থিত ছিলেন। পরিস্থিতি অন্য দিকে মোড় নিতে পারত।

মন্ত্রী চলে যাওয়ার কিছু সময় পরে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। আন্দোলনকারীরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন এবং তাকে ঘিরে ধরেন।

মানববন্ধন চলাকালীন ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় এলাকায় যান নিয়ন্ত্রণ করতে গিয়েছিলেন। তখনই আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েন। পরিস্থিতি তীব্র হতে থাকলে পুলিশ পিছু হটে, তবে কিছুক্ষণ পরেই ডিসি ইন্দিরা ফের ওই এলাকায় ফিরে আসেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক