বাড়ছে প্রকোপ, ডেঙ্গি মোকাবিলায় তৎপর স্বাস্থ্য দফতর

কলকাতা: বর্ষা শুরু হতেই শহরে দাপট দেখাতে শুরু করেছে ডেঙ্গি। ডেঙ্গির মোকাবিলায় একাধিক পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দফতরের। জেলায় জেলায় ডেঙ্গি মোকাবিলায় তৎপরতা।

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, শরীর দুর্বল, মাথা ঘোরা, অস্থিরভাব ও আচমকা রক্তক্ষরণের মতো ডেঙ্গির উপসর্গ দেখা দিলেই হাসপাতালে ভর্তি হতে হবে।

১২ দিনে সাতজন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাংলাদেশ থেকে এলে ইমিগ্রেশনের সময় রক্ত পরীক্ষার নির্দেশিকা দেওয়া হয়েছে। থানাগুলিকে অ্যাডভাইসরি জারি করেছে লালবাজার। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য দফতরের টিম।

ডেঙ্গির চিকিৎসায় প্লেটলেট ঘাটতি ঠেকাতে প্লেটলেট ট্রান্সফিউশন গাইডলাইন জারি করেছে রাজ্য। সেখানে বলা হয়েছে, রোগীর শরীরে প্লেটলেট ১০ হাজারের নীচে নেমে গেলে প্লেটলেট দিতে হবে। এবং যাঁদের প্লেটলেট কাউন্ট ১০ থেকে ২০ হাজারের মধ্যে তাঁদের ক্ষেত্রে রক্তপাত না হলে প্লেটলেট দেওয়ার প্রয়োজন নেই।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক