ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। ক্রমশ উপকূলের দিক থেকে এগিয়ে আসছে সেই নিম্নচাপ। বাংলা ও ওড়িশা উপকূলেই অতি গভীর নিম্নচাপ প্রভাব ফেলবে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। তার জেরে লাগাতার বৃষ্টিতে ভাসতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি৷ একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর৷ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে অরেঞ্চ অ্যালার্ট৷ সমুদ্র উপকূলবর্তী দুটি জেলায় রেড অ্যালার্টও জারি করা হয়েছে৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৬০-৭০ কিমি গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া৷
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের তিনটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে, চরম ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। ওই তিন জেলাতেই লাল সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। ওই চার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর অর্থাৎ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বাড়বে৷ ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে জারি হয়েছে সতর্কতা। শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে সেই নির্দেশিকা জারি করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদের অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে। দিঘা, মন্দারমনি, তাজপুরের মতো পর্যটন স্থলগুলিতে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। মাইকিং করে সতর্ক করা হচ্ছে প্রশাসনকে।
আরও পড়ুন :
রাজ্যের পাঁচ জেলায় অনেকটাই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ভাবাচ্ছে নবান্নকে
দুর্যোগের জেরে বঙ্গোপসাগরে উলটে গেল ট্রলার, নিখোঁজ ১৮ মৎস্যজীবী
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার বাড়িতে সিবিআই, স্বাগত জানিয়ে টুইট