প্রথম পাতা খবর ২৩ জানুয়ারি ‘দেশনায়ক দিবস’ ঘোষণা মুখ্যমন্ত্রীর, জাতীয় ছুটির দাবি

২৩ জানুয়ারি ‘দেশনায়ক দিবস’ ঘোষণা মুখ্যমন্ত্রীর, জাতীয় ছুটির দাবি

791 views
A+A-
Reset

কলকাতা : ২৩ জানুয়ারি ‘দেশনায়ক দিবস’। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে ওই দিনটিকে জাতীয় ছুটি ঘোষণার দাবিতে ফের এক বার সরব হলেন মুখ্যমন্ত্রী। নেতাজীর ১২৫তম জন্মজয়ন্তী উদ্‌যাপন বিষয়ে সোমবার নবান্নে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উদ্‌যাপন নিয়ে এ বার একগুচ্ছ নয়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন নেতাজীর পৌত্র সুগত বসু, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। হাজির ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও।

নেতাজীর নামে ‘আজাদ হিন্দ বাহিনী’ মনুমেন্ট তৈরি, তাঁর নামে জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব দিয়েছেন মমতা। পাশাপাশি নেতাজীকে রাজ্যবাসীর সামনে তুলে ধরতে তৃণমূল স্তর থেকে নানা পরিকল্পনাও করা হয়েছে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়া হয়েছে কোঅর্ডিনেশন কমিটি।

কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিনকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছি। এটা আমার দাবি।’ সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘জাতীয় ছুটি’ হিসাবে ঘোষণা করার দাবি তুলে গত নভেম্বরও প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নেতাজীর জন্মজয়ন্তী উদ্‌যাপনে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরির কথা জানিয়েছেন। নেতাজীর পরিবারের সদস্য, বিশেষজ্ঞ, ইতিহাসবিদ, লেখক এবং আজাদ হিন্দ ফৌজের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিরা ওই কমিটিতে থাকবেন।

রাজ্যের তরফে গৃহীত পরিকল্পনা

• ২৩ জানুয়ারি পালিত হবে ‘দেশনায়ক দিবস’

• শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত মিছিল

• বেলা ১২.১৫-তে রাজ্য জুড়ে সাইরেন বাজানো হবে

• বাড়ি বাড়ি শঙ্খধ্বনি এবং উলু দেওয়ার আবেদনও জানিয়েছেন মমতা

• নেতাজীর জীবন নিয়ে তৈরি হবে স্বল্প দৈর্ঘ্যের ছবি

• স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে ‘আজাদ হিন্দ বাহিনী’

• ১৫ অগস্ট নেতাজীকে সম্মান জানিয়ে হবে কুচকাওয়াজ

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.