চেতলার ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, জখম চার

ডেস্ক: চেতলার ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ঘটনায় এলাকায় ছড়াল ব্যাপক চাঞ্চল্য। আগুনে ঝলসে যায় ওই ঝুপড়ির ঘরে থাকা চারজন। তাদের মধ্যে ২ জন শিশুও রয়েছে। প্রত্যেকেই বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভরতি।  অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। 


শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ চেতলার ওই ঝুপড়ির একটি ঘর থেকে আচমকাই কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তবে কীভাবে ঝুপড়িতে আগুন লাগল তা এখনও স্পষ্ট হয়নি। গ্যাস সিলিন্ডার লিক করে এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন দমকল কর্মীরা।

আরও পড়ুন: মুম্বইয়ের লালবাগ এলাকায় ৬০ তলা বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১


ঘটনাস্থলে যান পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বিষয়টি খতিয়ে দেখেন। আর ঝলসে যাওয়া শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে ফোন করে ব্যবস্থা করে দেন। ঝুপড়ির ঘর থেকে সিলিন্ডার বের করে দেওয়া হয়েছে। ফিরহাদ হাকিমের তৎপরতাতেই জখমদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক