প্রথম পাতা খবর ‘ভালো কাজ করলে সম্মান মেলে না, আর খারাপ কাজ করলে…’ বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরী

‘ভালো কাজ করলে সম্মান মেলে না, আর খারাপ কাজ করলে…’ বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরী

134 views
A+A-
Reset

নয়াদিল্লি: বিরোধীদের তীব্র আক্রমণের পাশাপাশি ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত থাকার সুবিধাবাদী রাজনীতিবিদদের নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করলেন নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরী। তাঁর মতে, এ ধরনের ‘মতাদর্শের অবক্ষয়’ গণতন্ত্রের জন্য ভালো নয়। তিনি আরও বলেন, এমন অনেক নেতা আছেন, যাঁরা নিজেদের আদর্শে অটল, কিন্তু তাঁদের সংখ্যা ক্রমশ কমছে।

কোনও ব্যক্তির নাম না করে গডকরী বলেন, ‘আমি সবসময় মজা করে বলি যে সরকারে যে দলই থাকুক না কেন, একটা কথা নিশ্চিত যে যে ভালো কাজ করে সে কখনো সম্মান পায় না এবং যে খারাপ কাজ করে তাকে কখনো শাস্তি দেওয়া হয় না।’

তিনি বলেন, ‘এমন কিছু মানুষ আছে যাঁরা নিজেদের আদর্শের ভিত্তিতে দৃঢ় প্রত্যয় নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু এমন লোকের সংখ্যা কমছে এবং আদর্শের অবক্ষয় গণতন্ত্রের জন্য ভালো নয়।’

লোকমত মিডিয়া গ্রুপ আয়োজিত সংসদ সদস্যদের অনুকরণীয় অবদানের জন্য পুরষ্কার প্রদানের জন্য আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন গডকরী। সেখানে এই প্রবীণ বিজেপি নেতা বলেন, ‘আমাদের বিতর্ক ও আলোচনায় পার্থক্য আমাদের সমস্যা নয়। আমাদের সমস্যা ধারণা অথবা চিন্তাভাবনার অভাব। নীতিগত অবক্ষয় গণতন্ত্রের জন্য ভাল নয়। কোনও ডানপন্থী বা বামপন্থী নয়, আমাদের (রাজনৈতিক নেতাদের) অনেকেই সুবিধাবাদী বলেন। তারা যেকোনভাবে সরকারের সঙ্গে যুক্ত থাকতে চান।’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.