কলকাতার বাইপাসের ধারে ধাপায় শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বাসন্তী হাইওয়ের কাছে একটি প্লাস্টিক ও টায়ারের দোকান থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিক অনুমান। আগুন লাগার আগে বিস্ফোরণের শব্দও শোনা যায়, ট্রান্সফর্মার থেকেই সম্ভবত আগুনের সূত্রপাত।
ঘটনাস্থলে দমকলের ছ’টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে প্রবল হাওয়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা ধাপা চত্বর।
পাশের বস্তি এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। স্থানীয়রাও দমকলের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। প্রবল তাপ আর ঘন ধোঁয়ার জন্য দমকলকর্মীদের ভিতরে ঢুকতে সমস্যা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।