বিধ্বংসী আগুন খিদিরপুর বাজারে, ভস্মীভূত প্রায় ১৩০০ দোকান

খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রায় ১৩০০টি দোকান। রবিবার রাত ১টার কিছু পরে আগুন লাগে বাজারে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। এলাকাবাসীরা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করলেও লাভ হয়নি। দমকলের বিরুদ্ধে দেরিতে পৌঁছনোর অভিযোগ তুলেছেন অনেকে। যদিও দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, এত বড় ঘটনার পর কিছুটা সময় লাগেই। দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।

আগুন এখনও পুরোপুরি আয়ত্তে আসেনি। দমকল সূত্রে জানা গিয়েছে, এখনও ‘পকেট ফায়ার’ রয়েছে বাজারের বিভিন্ন জায়গায়। তা নেভানোর কাজ চলছে। গঙ্গা থেকে জল এনে আগুন নেভানোর পরিকল্পনা করায় কিছুটা দেরি হয়েছে বলেও দাবি দমকলের।

স্থানীয়রা জানিয়েছেন, বাজার এলাকায় দোকান তৈরি করতে গিয়ে অনেকেই নিয়ম মানেননি। তার জেরেই আগুন ছড়ানো রোখা যায়নি। দমকলমন্ত্রী জানিয়েছেন, দোষ দেওয়ার সময় নয়, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। তবে বিপুল সম্পত্তির ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে