বোলপুরের বাঁধগোড়ায় একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে প্রাণ গেল দুই বাসিন্দার, আহত অন্তত পাঁচজন। সোমবার রাত সাড়ে আটটার সময় সাঁঝবাতি নামের আবাসনের দ্বিতীয় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।
স্থানীয়রা জানান, শ্রীনিকেতন রোডের জনবহুল এলাকায় হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায়। তারপরই দমকল বিভাগে খবর দেওয়া হয়। প্রথমে দমকলের একটি ইঞ্জিন এলেও পরিস্থিতি বুঝে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।
দমকল কর্মীরা বাঁশের তৈরি মই ব্যবহার করে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করেন, কারণ তাঁদের কাছে বড় ল্যাডার ছিল না। ঘটনায় স্বপন নন্দী এবং অঞ্জু নন্দী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহতদের মধ্যে দুই শিশু-সহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দমকল ও প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।