প্রথম পাতা খবর ভয়াবহ আগুনে ভস্মীভূত হাবড়ার রেলবস্তি, ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

ভয়াবহ আগুনে ভস্মীভূত হাবড়ার রেলবস্তি, ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

262 views
A+A-
Reset

হাবড়া: বুধবার আচমকা উত্তর ২৪ পরগনার হাবড়ায় রেললাইন লাগোয়া বস্তিতে ভয়াবহ আগুন। দাউদাউ করে জ্বলে উঠল নেহেরু বাগ এলাকার আস্ত বস্তি। অগ্নিকাণ্ড এবং অবরোধের জেরে ট্রেন বন্ধ থাকায় চরম যাত্রী দুর্ভোগ।

বিধ্বংসী আগুনে ভস্মীভূত রেললাইনের পাশের ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৩টি ইঞ্জিন। একেবারে ঘিঞ্জি ও সঙ্কীর্ণ রাস্তা হওয়ায় দমকলকর্মীদের ইঞ্জিন নিয়ে পৌঁছতে বেশ কিছুটা সময় লাগে। এলাকায় বাস কয়েক হাজার মানুষের। হুড়োহুড়ি পড়ে যায়, ওঠে কান্নার রোল। সর্বস্ব ভস্মীভূত বাসিন্দাদের। ঘটনাস্থলে পৌঁছেছে হাবড়া থানার পুলিশও।

এ দিকে, বনগাঁ-শিয়ালদহ শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শিয়ালদহ স্টেশনে কার্যত থিকথিকে ভিড়ের ছবি দেখা যায়। ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভও প্রকাশ করতে দেখা যায় অনেককে। শহরতলির বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। অফিস টাইমে হয়রানির শিকার নিত্যযাত্রীরা।

সাড়ে ৭টা নাগাদ, শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কী করে আগুন লাগল তাও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, আগুন নেভানোর কাজ শেষ হলে এই সম্পর্কে ধারণা করা সম্ভব হবে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আপডেট আসছে….

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.