দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়, মোদীর বার্তা— ‘উন্নয়ন ও সুশাসনের জয়’

নয়াদিল্লি: দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান। দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়ের প্রশংসা করে এক্স (আগের টুইটার) পোস্টে লেখেন, “উন্নয়ন ও সুশাসনের জয় হয়েছে।”

মোদী লেখেন, “দিল্লির সমস্ত ভাই-বোনেদের আমার নমস্কার ও অভিনন্দন। বিজেপিকে ঐতিহাসিক জয় দেওয়ার জন্য আমি আপনাদের হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।” তিনি আশ্বাস দিয়ে বলেন, “দিল্লির সার্বিক উন্নয়নে আমরা কোনো চেষ্টার ত্রুটি রাখব না। নাগরিকদের জীবন আরও ভালো করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

দীর্ঘ ২০ বছরের বিরতির পর দিল্লির ক্ষমতায় ফিরল বিজেপি। সকাল থেকে ভোট গণনায় এগিয়ে ছিল বিজেপি। প্রথমদিকে ৭০টি আসনের মধ্যে ৫০টিতে এগিয়ে থাকলেও পরে আম আদমি পার্টি (আপ) কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। তবে দুপুর আড়াইটা পর্যন্ত ৮৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হওয়ার পর ছবিটা স্পষ্ট হয়ে যায়— বিজেপি ৪৮টি আসনে এগিয়ে এবং আপ ২২টিতে।

এই পরাজয়ের পর দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় পরাজয় স্বীকার করে বলেন, “দিল্লি বিধানসভার নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে… আমরা জনগণের রায় গ্রহণ করছি। জনগণের সিদ্ধান্তই শেষ কথা। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন জানাই এবং আশা করি তারা মানুষের প্রত্যাশা পূরণ করবে।”

উল্লেখ্য, ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আপ ৬২টি এবং ২০১৫ সালে ৬৭টি আসন পেয়েছিল। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেও তার নিউ দিল্লি আসন থেকে বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার কাছে পরাজিত হয়েছেন।

বিজেপির এই বিশাল জয়ের পর প্রধানমন্ত্রী মোদী দলের কর্মীদেরও অভিনন্দন জানিয়ে বলেন, “যাঁরা দিন-রাত পরিশ্রম করেছেন, আমি তাঁদের নিয়ে গর্বিত। আমরা আরও শক্তিশালীভাবে দিল্লির জনগণের সেবায় নিয়োজিত থাকব।”

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে