আজ কল্পতরু উৎসব, মানুষের ঢল কাশীপুর উদ্যানবাটীতে

কলকাতা: ইংরাজি নতুন বছরের প্রথম দিন। কল্পতরু উৎসবকে সামনে রেখে সেজে উঠেছে কাশীপুর উদ্যানবাটী এবং কাশীপুর সমাধিপ্রাঙ্গণ। এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অনুরাগীরা তাঁকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। ভোরসকাল থেকেই ভক্তদের ভিড় চোখে পড়ার মতোই। পাশাপাশি বেলুড় মঠ, দক্ষিণেশ্বরেও মানুষের থিকথিকে ভিড়।

কল্পতরু উৎসব বিভিন্ন জায়গায় পালন করা হয়। তবে মূলত কাশীপুর উদ্যানবাটীতেই এই উৎসব মহাসমারোহে পালিত হয়ে তাকে। কাশীপুর উদ্যানবাটীতেই শ্রীরামকৃষ্ণদেব জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন। এ ছাড়াও কাশীপুরে রামকৃষ্ণ পরমহংসদেব সমাধিপ্রাঙ্গণও সেজে উঠেছে কল্পতরু উৎসব উপলক্ষ্যে। তিনদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে এখানে।

এ দিন সকাল থেকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী শ্রীশ্রী সারদাদেবীর জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটি মাতৃ মন্দিরে এই উপলক্ষ্যে ভক্তদের ঢল নেমেছে। মাতৃমন্দিরে চলছে বিশেষ মঙ্গলারতি, পূজা পাঠ সহ অন্যান্য অনুষ্ঠান।

উল্লেখ্য, ইংরাজি নতুন বছরের প্রথম দিনে বাঁধভাঙা ভিড় শহরের কোনায় কোনায়। চিড়িয়াখানা, আলিপুর জেল মিউজিয়াম, কালীঘাট মন্দির-সহ বিভিন্ন দর্শনীয় স্থানে উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। অন্য দিকে, প্রিন্সেপ ঘাট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, পার্ক স্ট্রিট ও ময়দানের কথাও নতুন করে বলার নয়।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন