‘চার গুণ গুলি চলবে’, পুলিশের উপর হামলার পাল্টা হুঁশিয়ারি ডিজি রাজীব কুমারের

উত্তর দিনাজপুরে পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় কড়া বার্তা দিলেন রাজ্যের পুলিশ প্রধান রাজীব কুমার। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, পুলিশের ওপর হামলা হলে পুলিশ চুপ করে বসে থাকবে না। যদি কোনো অপরাধী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, তাহলে পুলিশ চার গুণ গুলি ছুড়বে।

বৃহস্পতিবার উত্তরবঙ্গে আহত পুলিশ কর্মীদের দেখতে গিয়ে ডিজি বলেন, “এই ঘটনাকে আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছি। কীভাবে কড়া হাতে মোকাবিলা করতে হয়, তা আমরা ভালোভাবেই জানি।”

বুধবার ইসলামপুর মহকুমা আদালতে হাজির করা হয়েছিল সাজ্জাক আলম নামে এক অভিযুক্তকে, যার বিরুদ্ধে খুনের মামলা চলছে। শুনানি শেষে তাকে রায়গঞ্জ জেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যানে হামলা হয়।

প্রিজন ভ্যানে থাকা সাজ্জাক প্রস্রাবের অজুহাত দিয়ে গাড়ি থামানোর পর সুযোগ বুঝে দুই পুলিশ কর্মীর ওপর গুলি চালায়। এতে রায়গঞ্জ থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর নীলকান্ত সরকার ও কনস্টেবল দেবেন বৈশ্য আহত হন।

ঘটনার পর বৃহস্পতিবার উত্তরবঙ্গে যান ডিজি রাজীব কুমার। আহত পুলিশকর্মীদের সঙ্গে দেখা করে তিনি বলেন, “আমরা মানুষের নিরাপত্তার জন্য দিন-রাত পরিশ্রম করি। কিন্তু যদি কোনো অপরাধী আমাদের ওপর হামলা চালায়, তাহলে আমরা আরও কঠোরভাবে জবাব দেব। আমরা প্রশিক্ষিত, তাই আমাদের সঙ্গে সংঘাতে নামলে ফল ভালো হবে না।”

বন্দি সাজ্জাক আলম ঘটনার পর থেকে পলাতক। জেলা পুলিশের তরফে তার ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ‘ওয়ান্টেড’ পোস্টার দেওয়া হয়েছে। পাশাপাশি, সাজ্জাকের ধরিয়ে দেওয়ার জন্য ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক