ঢাকা: বাংলাদেশে চলন্ত ট্রেনে আগুন। ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসের কয়েকটি বগিতে আগুন লাগে শুক্রবার রাতে। ঘটনাটি ঘটেছে কমলাপুর স্টেশনে ঢোকার কিছুটা আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে। শেষ পাওয়া খবর পর্যন্ত, ৫ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যশোরের বেনাপোল থেকে ট্রেনটি ঢাকায় আসছিল। সায়েদাবাদ এলাকা অতিক্রম করার সময় ওই ট্রেনে আগুন দেওয়া হয়। ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে গোপীবাগ এলাকায় থামানো হয়। আগুনে ট্রেনটির তিনটি কোচ পুড়ে গেছে।
আগামী রবিবার (৭ জানুয়ারি, ২০২৪) বাংলাদেশে নির্বাচন। তার কয়েক ঘণ্টা আগে চলন্ত ট্রেনে আগুন। অভিযোগ, অগ্নিসংযোগ করে দুষ্কৃতীরা। শুধু ট্রেনে আগুন লাগা নয়, শুক্রবার নানা হিংসাত্মক ঘটনা ঘটে। তাই ট্রেনে আগুন লাগার ঘটনাকেই নির্বাচন পূর্ববর্তী হিংসা বলেই ধরা হচ্ছে।
এর আগেও ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুন লাগে। এ নিয়ে ট্রেনে আগুন ও নাশকতার ঘটনায় প্রায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।