অভিষেকের সভার দিন বিয়েবাড়িতে গুলি, অস্ত্র-সহ গ্রেফতার মূল অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

ডায়মন্ড হাবরবার: মঙ্গলবার ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে চলছিল প্রশাসনিক বৈঠক। উপস্থিত ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কিছুটা দূরে বিয়ে বাড়িতে চলে গুলি। ঘটনার মূল অভিযুক্ত গ্রেফতার বৃহস্পতিবার রাতে। 

যদিও হতাহতের কোনো ঘটনা ঘটেনি ওই গুলি চালনায়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যায়, বিয়েবাড়িতে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত বাপ্পা মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। পারুলিয়ার গায়েনপাড়া থেকে গতকাল রাতে তাঁকে গ্রেফতার করা হয়। এসডিপিও ডায়মন্ড হারবারের নেতৃত্ব অভিযান চালিয়ে পাকড়াও করা হয় তাঁকে। 

উল্লেখ্য, গত মঙ্গরবার জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে অভিষেকের বৈঠক স্থলের কিছুটা দূরে একটি অনুষ্ঠান বাড়িতে বিয়ের আয়োজনের মাঝেই চলে গুলি। গুলির শব্দে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশবাহিনী।

সে দিনই এই ঘটনা ঘটায় তোলপাড় পড়ে যায়। ঘটনাস্থলে যায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। গ্রেফতার করা হয় বাপ্পার ভাই বাচ্চুকে। বাপ্পার খোঁজে বিভিন্ন জায়গায় শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে গতকাল রাতে বাপ্পাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন: আগামী বছর ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, ঘোষণা বোর্ডের

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে