Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
স্থানীয় বিবাদেই অশান্তি, দত্তপুকুরের চড়-কাণ্ডে জানালেন মন্ত্রী - NewsOnly24

স্থানীয় বিবাদেই অশান্তি, দত্তপুকুরের চড়-কাণ্ডে জানালেন মন্ত্রী

দত্তপুকুর: রাজ্য জুড়ে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালন করছে তৃণমূল। দলের নির্দেশে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন ‘দিদির দূত’-রা। শুনছেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ। উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে এই কর্মসূচি চলাকালীন একটি অনভিপ্রেত ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

দত্তপুকুরে ইছাপুরে নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ‘দিদির দূত’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ঘটনায় প্রকাশ, মন্ত্রীর সামনে এক অভিযোগকারী আক্রান্ত হন। তাঁকে চড় মারেন কোনো এক ব্যক্তি। এই ঘটনার পর দেখা যায়, সাগর বিশ্বাস নামে আক্রান্ত যুবকের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিচ্ছেন মন্ত্রী। দুঃখপ্রকাশও করছেন। পরে তিনি বলেন, ‘‘আমি ঘটনাস্থলে ছিলাম না। কয়েশো মিটার দূরে ছিলাম। গোলমালের আওয়াজ কানে আসতেই সেখানে যাই।’’

জানা যায়, আক্রান্ত ওই যুবকের কাছে ক্ষমা চেয়ে নেন মন্ত্রী। তবে আক্রমণকারী যে ঘাসফুল শিবিরের কেউ নন, তেমনই দাবি মন্ত্রীর। পাশাপাশি মন্ত্রীর বক্তব্য, তিনি শুনেছেন যে বিরোধী গেরুয়া শিবিরের কর্মী সাগর। তিনি বলেন, ‘‘যিনি মার খেয়েছেন, শুনলাম তিনি বিজেপির মণ্ডল কমিটির সদস্য।’’

মন্ত্রী আরও জানান, যিনি ওই যুবককে চড় মেরেছেন তিনি তৃণমূল কর্মীই নন। আক্রান্ত এবং আক্রমণকারী দু’জনেই এলাকার ক্লাবের সদস্য। স্থানীয় বিবাদেই অশান্তি বলেই জানিয়েছেন তিনি। এর সঙ্গে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির কোনো সম্পর্ক নেই বলেই মনে করছেন রথীনবাবু।

Related posts

আইপ্যাক তল্লাশি-কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির জোড়া মামলা, যুক্ত করা হল মুখ্যমন্ত্রী ও সিপিকে

‘মনে হচ্ছে, নিজের কাউকে হারালাম’ পিডিএস নেতা সমীর পুততুণ্ডর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মা উড়ালপুলে অ্যাপ ভিত্তিক শাটল বাসে নিষেধাজ্ঞা, যানজট কমাতে লালবাজারের সিদ্ধান্ত