ভ্রমণপিপাসু বাঙালির কাছে দিঘা মানেই সপ্তাহান্তের নির্ভরযোগ্য গন্তব্য। তবে সাম্প্রতিক কয়েকমাসে দিঘার চেনা পরিচয় বদলে গিয়েছে। পর্যটন কেন্দ্র দিঘা এখন রূপ নিয়েছে তীর্থস্থানে। কারণ—দিঘার নতুন জগন্নাথ মন্দির।
গত ৬ মাসে প্রায় ৯০ লক্ষ ভক্ত মন্দিরে দর্শনে এসেছেন। প্রতিদিন গড়ে ৫০ হাজার ভক্ত ঢল নামছে। উৎসবের দিনে সেই সংখ্যা আরও বেড়ে যাচ্ছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন আগেই দিঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির ঘোষণা করেছিলেন। বিতর্কের মধ্যেই চলতি বছরের ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। পরদিন থেকেই মন্দির খুলে দেওয়া হয় দর্শকদের জন্য। আর সেই থেকেই ভক্তদের ভিড়ে উপচে পড়ছে দিঘা।
দৈনিক আয় কত?
জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস জানিয়েছেন—
- প্রণামী বাক্সে: দৈনিক প্রায় ১ লক্ষ টাকা
- অনুদান ও উপহার: আরও প্রায় ১ লক্ষ টাকা
- প্রসাদ বিক্রি: দৈনিক আয় প্রায় ২ লক্ষ টাকা
অর্থাৎ, দিঘার জগন্নাথ মন্দিরে দৈনিক গড়ে ৪ লক্ষ টাকা আয় হচ্ছে।
দিঘার অর্থনীতিতে বড় পরিবর্তন
মন্দিরকে কেন্দ্র করে দিঘার পর্যটন ব্যবসা আরও জমজমাট।
- হোটেলে থাকার ভিড় কয়েকগুণ বেড়েছে
- মন্দির এলাকা ঘিরে গড়ে উঠেছে অসংখ্য ছোট দোকান
- নিরাপত্তা, সাফাইকর্মী, হাউসকিপিং ও সেবায় প্রায় ১৭০ জনের কর্মসংস্থান তৈরি হয়েছে
ফলে দিঘাকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতির চাকা আরও দ্রুত ঘুরছে।
দিঘার নতুন তীর্থ–পর্যটন চিহ্ন হয়ে উঠেছে জগন্নাথ মন্দির। আগামীদিনে ভক্ত সমাগম আরও বাড়বে বলেই মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।