দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগে হাওড়া-দিঘা এবং পাঁশকুড়া-দিঘা রুটের বিশেষ দু’টি ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল।
ভক্তদের যাতায়াতের সুবিধার কথা ভেবে রেলকে বিশেষ ট্রেন দিতে আবেদন করেছিল রাজ্য। ভিড় এড়াতে দক্ষিণ পূর্ব রেল দুটি লোকাল ট্রেন চালাতে শুরুও করে শনিবার। রবিবার থেকেই তা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়।
রেলের তরফে বলা হয়েছে, বগির অভাব ও পরিচালনগত সমস্যার কারণে আপাতত ট্রেন দু’টি চালানো সম্ভব নয়। তবে রেলের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন তৃণমূল নেতারা। তাঁদের অভিযোগ, দিঘায় ভক্তদের ভিড় দেখে কেন্দ্র ইচ্ছাকৃত ভাবে ট্রেন বাতিল করেছে। রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের কথায়, ‘‘এটা কেন্দ্রের রাজনৈতিক চক্রান্ত। কেন্দ্রীয় সরকার ও বিজেপি চক্রান্ত করে মানুষকে আটকাতে পারবে না।’’ পাল্টা বিজেপি নেতা ওমপ্রকাশ সিংহ বলেন, ‘‘রেল কর্তৃপক্ষ যা ভাল বুঝেছেন, সেই মতো কাজ করেছেন। ’’
উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় নবনির্মিত জগন্নাথ ধামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দিঘা শহর জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।