Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ দুপুরে দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - NewsOnly24

আজ দুপুরে দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ, বুধবার দুপুরে দিঘায় নতুন জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাস্ত্রীয় মতে সোমবার থেকেই চলছে পুজোপাঠ ও হোমযজ্ঞ। মঙ্গলবার বিশ্বশান্তির উদ্দেশ্যে আয়োজিত হয় মহাযজ্ঞ, যেখানে পোড়ানো হয় ১০০ কুইন্টাল আম ও বেলকাঠ এবং ২ কুইন্টাল ঘি। সেই মহাযজ্ঞেই পূর্ণাহুতি দেন মুখ্যমন্ত্রী নিজে, এবং নিজের হাতে আরতি করেন জগন্নাথ দেবের সামনে।

অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আগে থেকেই প্রস্তুতি খতিয়ে দেখতে হাজির ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দিঘায় জড়ো হয়েছেন হাজার হাজার পুণ্যার্থী, শিল্পপতি, চিত্রতারকা ও বিশিষ্টজনেরা।

আয়োজনে সৌজন্যের নজিরও গড়েছে রাজ্য সরকার। বিরোধী রাজনৈতিক নেতাদেরও পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। বিজেপির সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, বামফ্রন্টের বিমান বসু, সিপিএমের রবীন দেব, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য—সকলেই আমন্ত্রিত। শোনা যাচ্ছে, দিলীপ ঘোষ এই অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিতও থাকতে পারেন।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে তিনি যোগ দেন মহাযজ্ঞে। পূর্ণাহুতির পরে মমতা বলেন, ‘‘সমস্ত ধর্ম-বর্ণের মানুষ এসেছেন এখানে। প্রত্যেকেই আমাদের অতিথি। ধর্ম কখনও মুখে প্রচার করে হয় না। ধর্মে হৃদয় ছুঁয়ে যাওয়ার জিনিস। মা-মাটি-মানুষ ভাল থাকলে আমি ভাল থাকব। তাই সকলের হয়ে প্রার্থনা করছি।’’ মুখ্যমন্ত্রী জানান, বুধবার বেলা আড়াইটে থেকে অনুষ্ঠান শুরু হবে। ৩টের সময় দ্বার উদ্‌ঘাটন রয়েছে। তার পর ৫ মিনিটের জন্য মন্দির খুলে দেওয়া হবে। তার পরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন