দিঘা জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল! মাত্র তিনদিনে প্রণামী বাক্সে জমা প্রায় তিন লক্ষ টাকা

দিঘার সমুদ্রতীরের মোহ এখন দ্বিগুণ—একদিকে প্রকৃতির মনোরম আবহ, অন্যদিকে সদ্য গড়ে ওঠা জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্মিত এই মন্দির উদ্বোধনের পর থেকেই ভক্ত ও পর্যটকদের ভিড় উপচে পড়ছে। দুর্গাপুজোয় যেখানে দর্শনার্থীর সংখ্যা ছাড়িয়েছিল সাত লক্ষ, সেখানে কালীপুজো থেকে গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসব পর্যন্ত মাত্র তিনদিনেই প্রণামী বাক্সে জমা পড়েছে প্রায় ২ লক্ষ ৮৫ হাজার টাকা

২০ অক্টোবর কালীপুজো থেকে শুরু করে ২২ অক্টোবর গোবর্ধন পুজো পর্যন্ত দিঘা জগন্নাথ মন্দিরে ছিল উপচে পড়া ভক্তসমাগম।
ভক্তদের সুবিধার জন্য গর্ভগৃহের বাইরে ও আশপাশের এলাকায় মোট ১১টি প্রণামী বাক্স রাখা হয়েছিল। প্রতিটি বাক্সেই জমেছে বিপুল অঙ্কের অর্থ।

জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্র ট্রাস্ট কমিটির তরফে জানানো হয়েছে, “মাত্র তিনদিনেই প্রণামী বাক্সে জমা পড়েছে প্রায় ২ লক্ষ ৮৫ হাজার টাকা। ভক্তরা স্বেচ্ছায় তাঁদের সামর্থ্য অনুযায়ী অর্থ প্রদান করেছেন। সমস্ত অর্থ নিয়ম মেনে ব্যাঙ্কে জমা করা হয়েছে।”

পুরীর আদলে নির্মিত এই জগন্নাথ মন্দির এখন দিঘার নতুন ধর্মীয় ও সাংস্কৃতিক আকর্ষণ। সন্ধ্যার পর রঙিন আলোর ঝলকে ঝলমল করে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ।
কালীপুজোর রাতে মন্দির সাজানো হয়েছিল প্রায় ৫,০০৮টি প্রদীপে, যা ছিল চোখ ধাঁধানো দৃশ্য।

গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসবের দিন ভক্তদের জন্য ছিল প্রসাদ বিতরণ, ভজন-কীর্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

কলকাতা ইসকনের সহ-সভাপতি ও জগন্নাথ ধাম ট্রাস্ট কমিটির সদস্য রাধারমন দাস বলেন,
“মাত্র তিনদিনেই প্রণামী বাক্সে প্রায় ২ লক্ষ ৮৫ হাজার টাকা জমা পড়েছে। এটি দিঘা জগন্নাথ মন্দিরের প্রতি মানুষের গভীর ভক্তি ও ভালোবাসার প্রমাণ। সমস্ত অর্থ স্বচ্ছভাবে হিসাব রেখে ব্যাঙ্কে জমা করা হয়েছে এবং তা মন্দিরের রক্ষণাবেক্ষণ ও ধর্মীয় কর্মকাণ্ডে ব্যয় করা হবে।”

সমুদ্রতীরের সৌন্দর্যের সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটিয়ে দিঘা এখন আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।
ভ্রমণপ্রেমী ও ভক্তদের মতে, “এখন দিঘা মানেই শুধু সৈকত নয়, জগন্নাথ মন্দির দর্শনও আবশ্যক।”

Related posts

‘কুমোরটুলির গল্প’: ৩০০ বছরের ঐতিহ্যকে জীবন্ত করল সমীর সমুর তথ্যচিত্র, ভাষ্যে চিকিৎসক জয়ন্ত গুপ্ত

ভাইফোঁটার সকালেই অগ্নিকাণ্ড! আমহার্স্ট স্ট্রিটে প্রিন্টিং প্রেসে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক দোকান

মিরিক যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! গভীর খাদে গাড়ি, প্রাণ গেল ৪ জনের, আহত ১৫