Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দিঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির, নতুন রূপে সাজছে সৈকত এলাকা - NewsOnly24

দিঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির, নতুন রূপে সাজছে সৈকত এলাকা

দিঘার অন্যতম আকর্ষণ হিসেবে উঠে আসছে জগন্নাথ মন্দির। বঙ্গোপসাগরের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এটি দিঘাকে রাজ্যের অন্যতম ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে। মাত্র ৫৫ দিনের অপেক্ষার পরই সাধারণের জন্য খুলে যাবে মন্দিরের দরজা। তার আগে গোটা দিঘা সৈকত এলাকাকে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে। প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা হবে জগন্নাথ দেবের মাসির বাড়ি ও সংলগ্ন পরিকাঠামো। ইতিমধ্যে রাজ্য সরকারের অনুমোদন পেয়ে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে হিডকোকে।

এ বছর মন্দিরের উদ্বোধনের পরই শুরু হবে জগন্নাথ দেবের রথযাত্রা। পৃথক তিনটি রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়িতে পৌঁছবেন। রথগুলিকে নিরাপদে রাখার জন্য তৈরি করা হবে বিশেষ আচ্ছাদন, যেখানে সপ্তাহব্যাপী রথ মেলা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সৌন্দর্যায়নের মাধ্যমে এটি পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গেছে, পরিকাঠামো সম্প্রসারণের পাশাপাশি সেখানে নতুন ঘাট নির্মাণ ও পুরনো মন্দিরের সংস্কার করা হবে। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক অপূর্ব বিশ্বাস জানিয়েছেন, জগন্নাথ দেবের মাসির বাড়ি সম্প্রসারণ, রথ রাখার স্থান ও অন্যান্য উন্নয়নমূলক কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে।

জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে পর্যটকদের মধ্যে আগ্রহ ক্রমশ বাড়ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। জুন মাসে দিঘায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা, যা কয়েক কিলোমিটার দূরের মাসির বাড়িতে পৌঁছবে। তাই সরকার মাসির বাড়ির উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন স্থির হওয়ার পর থেকেই মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। প্রশাসনও সতর্ক, কারণ মন্দির চালু হওয়ার পর পর্যটকদের ভিড় ব্যাপকভাবে বাড়বে। ইতিমধ্যে দিঘায় একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হওয়ায় এর সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। সাজানো-গোছানো পার্ক, মেরিন ড্রাইভ এবং জগন্নাথ মন্দির—সব মিলিয়ে দিঘার পর্যটন মানচিত্রে এক নতুন মাত্রা যুক্ত হয়েছে। ভবিষ্যতে দিঘার চেহারা আরও বদলে যাবে, যা পর্যটকদের আরও আকর্ষণ করবে।

Related posts

শুধু কলকাতায় কেন? আইপ্যাক অভিযানে ‘তথ্য চুরি’র অভিযোগ, ইডিকে নিশানা অভিষেকের

আইপ্যাক অভিযান নিয়ে মুখ খুললেন সিপি

এসআইআর শুনানি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কমিশনকে পঞ্চম চিঠি