অক্ষয়তৃতীয়ার পুণ্য দিনে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে পৌঁছোলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য সরকারের আমন্ত্রণে তিনি মন্দিরে হাজির হলেও এড়িয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁথির কর্মসূচি।
মঙ্গলবার রাতেই ইঙ্গিত দিয়েছিলেন, সময় পেলে যাবেন দিঘায়। বুধবার হাওড়ার শ্যামপুরের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে দিলীপ রওনা দেন দিঘার উদ্দেশ্যে। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছন জগন্নাথধামে, যেখানে দুপুরেই উদ্বোধন সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কাঁথি পেরিয়েও শুভেন্দুর ‘সনাতনী সমাবেশে’ না গিয়ে সোজা মন্দিরে যান দিলীপ। তাঁর কথায়, “আমাকে দিঘায় আমন্ত্রণ জানানো হয়েছে। তাই এসেছি। শুভ দিনে পূজার্চনা করতেই আসা। মন্দির প্রতিষ্ঠা নিজেই হিন্দু জাগরণের অংশ।”
জগন্নাথদর্শনের তাগিদেই দুশো কিলোমিটার পথ পেরোন তিনি। বলেন, “ভগবান যদি আমাদের সঙ্গে দেখা করতে সাড়ে তিনশো কিলোমিটার আসেন, তবে আমিও তাঁর সঙ্গে দেখা করতে দুশো কিলোমিটার যেতে পারি।”
রাতে দিঘাতেই থাকবেন কি না, সে বিষয়ে তখনও সিদ্ধান্ত নেননি দিলীপ। বলেন, “মন্দির দর্শনই প্রধান উদ্দেশ্য। পৌঁছে দেখি কী করি।”
এ বিষয়ে শুভেন্দুর প্রতিক্রিয়া— “কে কী করছেন, তা নিয়ে বলার প্রয়োজন নেই। আমি কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারের জবাব দিই।”