Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দিলীপের দলিলে সই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার 'মিডলম্যান' প্রসন্নর, নতুন শোরগোল - NewsOnly24

দিলীপের দলিলে সই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার ‘মিডলম্যান’ প্রসন্নর, নতুন শোরগোল

দিলীপ ঘোষ। ফাইল ছবি

কলকাতা: বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের দলিল বিতর্কে নয়া তথ্য। জানা গিয়েছে, সেই দলিলে সাক্ষী হিসাবে স‌ই রয়েছে প্রসন্ন রায়ের!

সূত্র উদ্ধৃত করে টিভি৯ বাংলার রিপোর্টে বলা হয়েছে, দলিলের তথ্য অনুযায়ী সাড়ে তিন হাজার বর্গফুটের ভিলার মূল্য ৯৯ লক্ষ টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ৯৯ লক্ষ টাকা পাঁচটি চেক এবং একটি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দেওয়া হয়েছে। ডিড কপিতে সাক্ষী হিসাবে প্রসন্নর সই এই বিতর্কে এক নতুন মাত্রা যোগ করেছে।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায়, ‘মিডলম্যান’ প্রসন্ন রায়কে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া জিনিসপত্রের যে সিজার লিস্ট সিবিআই পেশ করেছে তাতে দেখা গেছে দিলীপের নামও। সিজার লিস্ট অনুযায়ী, নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত মিডলম্যানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিজেপি নেতার দলিল।

বুধবার, ঝাড়গ্রামের হেলিপ্যাড থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে দিলীপের দলিলের প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দিলীপের নাম না করে তাঁর প্রশ্ন, কেন এ ক্ষেত্রে বিজেপি নেতার বিরুদ্ধে তদন্ত করা হবে না? একই ইস্যুতে গত মঙ্গলবার দিলীপের গ্রেফতারির দাবিতে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

এ ব্যাপারে দিলীপ অবশ্য বলেছেন, “কারও বাপের টাকায় ফ্ল্যাট কিনিনি, তদন্ত করুক সিআইডি। তদন্ত শেষ হোক। তারপর তো গ্রেফতারির প্রশ্ন। আমি তো প্রকাশ্যে বলছি, প্রসন্নর বাড়িতে আমি নিজে দলিলের কপি রেখেছি। কারও বাপের টাকায় ফ্ল্যাট কিনিনি। ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাট কিনেছি”। ক’দিন আগে তিনি জানান, ইলেক্ট্রিক মিটারের জন্য দলিল প্রসন্নকে দিয়েছিলেন বিজেপি নেতা।

আরও পড়ুন: মেনকা গম্ভীরের রক্ষাকবচ বহাল, হাইকোর্টের নির্দেশে ধাক্কা খেল ইডি

Related posts

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন: ১২ রাজ্যে ৫০ কোটি ভোটারের হাতে পৌঁছল এনুমারেশন ফর্ম, বাংলায় বিতরণ ৯৯.৬৪%

৬ ডিসেম্বর সংহতি দিবসকে সামনে রেখে ধর্মতলায় বৃহত্তর সমাবেশ করবে তৃণমূল, উপস্থিত থাকতে পারেন মমতা ও অভিষেক

বিহার নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করলেন প্রশান্ত কিশোর, ২০ নভেম্বর পালন করবেন নীরব উপবাস