বিজেপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল, পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে

বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতির তালিকা থেকে এ বার বাদ পড়লেন মেদিনীপুরের সাংসদ তথা রাজ্যের প্রাক্তন দলীয় সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালে সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা যে নতুন কমিটি ঘোষণা করেছেন তাতে দিলীপের নাম নেই।

তালিকা থেকে দিলীপের নাম বাদ পড়তেই শুরু হয়েছে জল্পনা। বিজেপি-র একটি সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রীসভায় হয়তো জায়গা পেতে চলেছেন তিনি। অন্য একটি সূত্র বলছে, বার বার তাঁর মুখে লাগাম পরানোর চেষ্টা সত্ত্বেও দিলীপ তাতে কান দেননি। এই কারণেই তাঁকে দলীয় পদ থেকে সরানো হল।

তবে এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে দিলীপ জানান, বিজেপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, যাঁরা লোকসভা নির্বাচনে অংশ নেবেন, তাঁদের কর্মসমিতিতে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে।

এ দিকে, দিলীপ ঘোষের নাম না থাকলেও বাংলা থেকে নাম রয়েছে অনুপম হাজরার। দলের সচিবের দায়িত্ব সামলাবেন তিনি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক