মোদীর সফরে নেই দিলীপ ঘোষ, জল্পনা উড়িয়ে বললেন—‘আমি সাধারণ কর্মী’

আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে নেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ডাকই পাননি। আর এতেই শুরু হয়েছে জল্পনা—দলের সঙ্গে কি ক্রমশ দূরত্ব বাড়ছে দিলীপের?

তবে বৃহস্পতিবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সেই সম্ভাবনা নাকচ করলেন দিলীপ। জানালেন, “উত্তরবঙ্গে কর্মসূচি, সেখানকার নেতারাই থাকবেন। আমি পদাধিকারী নই, সাধারণ কর্মী। কলকাতায় এলে আমি থাকব।”

দীর্ঘদিন রাজ্য বিজেপির শীর্ষে থাকা দিলীপ ঘোষের রাজনৈতিক প্রভাব এখনও অস্বীকার করা কঠিন। কিন্তু একুশের ভোটের পর থেকে রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্বের ইঙ্গিত মিলেছে একাধিকবার। সাম্প্রতিক কালে দিঘায় মুখ্যমন্ত্রীর পাশে বসে কথোপকথনও তৈরি করেছে বিতর্ক।

তবে সব প্রশ্নে নিজস্ব ভঙ্গিতেই ব্যাট চালালেন দিলীপ: “কে ডাকল, কে ডাকল না, তাতে কিছু যায় আসে না। দল আমাকে যে দায়িত্ব দিয়েছিল, তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি।”

তাঁর স্পষ্ট বার্তা—দল দায়িত্ব দিলে কাজ করবেন, মর্যাদার অভাব তিনি অনুভব করছেন না। নতুন সাংগঠনিক কমিটি তৈরি হলে, কে কোথায় থাকবেন তা সময় বলবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক